তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শুক্রবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী ‘নৈরাজ্য সৃষ্টির পায়তারা’র প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
আগামী ১৮ জুলাই, শুক্রবার বিকেল ৪টায় শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই নারায়ণগঞ্জে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিকে সফল করতে জেলার আওতাধীন বিএনপির সকল থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে সক্রিয় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।