০৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৭, ৫ জুলাই ২০২৫

শহীদ শিশু রিয়া গোপের বাড়িতে মাসুদুজ্জামান

শহীদ শিশু রিয়া গোপের বাড়িতে মাসুদুজ্জামান

গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬ বছর বয়সী শহীদ শিশু রিয়া গোপের পরিবারের সঙ্গে এক আন্তরিক সাক্ষাতে, বর্তমান সুবিধা-অসুবিধা এবং ভবিষ্যতের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয় নিয়ে নিবিড় আলোচনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য প্রার্থী সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ।

এ সময়ে রিয়া গোপের মা কান্নায় ভেঙে পড়েন এবং মাসুদুজ্জামানকে কাছে পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা শেষ করে তিনি শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত সকলের বিচার দাবি করেন।

গত বছরের ১৯ জুলাই আন্দোলন চলাকালীন নয়ামাটির চারতলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। ওই সময় আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। পরিস্থিতি খারাপ দেখে কন্যাকে ছাদ থেকে নামিয়ে আনতে যান দিপক কুমার গোপ। শিশু কন্যা রিয়াকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গেই একটি গুলি এসে মাথায় লাগে রিয়ার। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ হয় এ শিশু।

এসময় উপস্থিত ছিলেন, মাসুদুজ্জামান মাসুদের ভাই শামীম আহমেদ, বাংলাদেশ হিন্দু পরিষদের জেলা যুব পরিষদের সভাপতি টনি মল্লিক সাধারণ সম্পাদক অবিরাম সূত্রধর। 

সর্বশেষ

জনপ্রিয়