ফতুল্লার লালপুরে ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন
 
						
									নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরে ড্রেন নির্মাণকাজ ও নতুন সংস্কার হওয়া সড়কের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও তরুণ উদ্যোক্তা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ফতুল্লার লালপুর পৌষাপুকুর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “লালপুর পৌষাপুকুর পাড় এলাকা জনবহুল একটি অঞ্চল। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ অবহেলিত এবং নানা সমস্যায় জর্জরিত ছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতো।”
তিনি আরও বলেন, “এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের স্বস্তি ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও জলাবদ্ধতা রোধ ও সড়ক ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।”
এলাকাবাসীরা জানান, বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, জলাবদ্ধতা এবং ভাঙাচোরা সড়কের কারণে চরম ভোগান্তির শিকার হতে হতো। রাস্তা সংস্কার ও নতুন ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, লালপুর-পৌষাপুকুর পাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদ ও আরিফ প্রধান, ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক সৈকত রাজ, নাঈম ও সেলিম প্রমুখ।
 
							




































