সোনারগাঁয়ে স্বাস্থ্যকর্মীর বাসায় ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক স্বাস্থ্যকর্মীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলিফ লায়লা তানিয়া সোমবার (৪ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আলিফ লায়লা তানিয়া আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা ও কল্যাণ সহকারী হিসেবে কর্মরত। প্রতিদিন তিনি সোনারগাঁয়ের বন্ধেরা গ্রাম থেকে কর্মস্থলে যাতায়াত করেন। তার স্বামী প্রবাসে রয়েছেন।
তানিয়া জানান, রোববার সকালে প্রতিদিনের মতো বাড়িতে তালা দিয়ে কর্মস্থলে যান। ওইদিন আর বাড়িতে ফেরেননি; ছিলেন বাবার বাড়ি, পিরোজপুর ইউনিয়নের মনারকান্দি গ্রামে। এই সুযোগে রাতে ডাকাত দল ফটকের তালা কেটে এবং মূল দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা ও আনুমানিক চার ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা) লুট করে নিয়ে যায়।
সোমবার সকালে বাড়িতে ফিরে এসে তানিয়া চুরির ঘটনা দেখতে পান এবং পরে থানায় অভিযোগ করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”