০৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৮, ৩ আগস্ট ২০২৫

৮নং ওয়ার্ডে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন

৮নং ওয়ার্ডে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংগঠনিক কর্মসূচি শীর্ষক কর্মীসভা করেছে গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা কমিটি। শনিবার (২ আগস্ট) সিদ্ধিরগঞ্জে আয়োজিত এই সভায় মহানগরের ৮নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মো. সোহাগ।

আলোচনায় জিয়াউর রহমান বলেন, "বর্তমানে দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে। এই বন্দোবস্তের মূল লক্ষ্য হচ্ছে এমন এক ক্ষমতাব্যবস্থা তৈরি করা যেখানে কর্তৃত্ব থাকবে জনগণের হাতে। আমরা চাই একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠন করতে।"

মো. সোহাগ বলেন, "সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবেই পরবর্তী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে—এটাই এখন সময়ের দাবি।"

সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়, যেখানে ৬টি পদ খালি রাখা হয়েছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক শাওন মিয়া, সদস্য সচিব মামুন, সহ-সম্পাদক হৃদয় হোসেন। সদস্যরা হলেন, বোরহান, পারভেজ নিক্সন, পারভেজ ২, মাজেদুল, হৃদয় ২, পলাশ, রানা, শাকিল, রিয়াদ, মামুন ২, আরিফ।

সর্বশেষ

জনপ্রিয়