০৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:০১, ৪ আগস্ট ২০২৫

জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে বাদ পড়লেন রূপগঞ্জের জিসান

জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে বাদ পড়লেন রূপগঞ্জের জিসান

জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছাত্রদল নেতা তাওহিদুল আলম জিসানের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। রোববার (৩ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত না থাকার কারণে গেজেটভুক্ত শহীদ তালিকা থেকে তার নাম বাতিল করা হয়েছে। জিসান পারিবারিক দ্বন্দ্বে মারা যান এবং এ বিষয়ে আদালতে মামলা চলছে বলে জানান হয়।

তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮) আগে থেকে শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ এলাকায়।

গত বছরের ৩০ জুলাই ছুরিকাঘাতে খুন হন জিসান। ঘটনার পরদিন নিহতের বাবা আলমগীর মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় জিসানের বন্ধু নাঈম ও তার বাবা কামালের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়।

তবে চলতি বছরের ৫ আগস্টের পর আলমগীর মোল্লা নতুন করে আদালতে আরেকটি সিআর মামলা করার চেষ্টা করেন। সেখানে প্রথম মামলার দুই আসামিসহ আরও ২৮ জনকে নতুন আসামি হিসেবে যুক্ত করা হয়। অভিযোগ উঠেছে, নতুন তালিকাভুক্ত অধিকাংশ ব্যক্তি বাদীর ব্যক্তিগত বিরোধের শিকার। তাদের মধ্যে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও রয়েছেন।

প্রথম মামলার অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে জিসানের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। তবে নতুন মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বাড়ি ফেরার পর ৬ নম্বর আসামি গোলাম দস্তগীর গাজীর নির্দেশে প্রথম ৯ জন আসামি মিলে জিসানকে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করে।

সর্বশেষ

জনপ্রিয়