রূপগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের হিড়নাল এলাকায় যুবদল নেতা শান্ত সরকারকে ফেসবুক লাইভে এসে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় অন্যতম আসামি ও চিহ্নিত মাদককারবারি শাহীন আকন্দকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, রোববার (৩ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পলখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করলে দুপুরে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত শাহীন আকন্দ, রূপগঞ্জ উপজেলার পলখান এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “তিন মাস আগে শান্ত সরকার হত্যা মামলায় তার চাচা সালাহউদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি শাহীন আকন্দকে র্যাব সিপিসি-৩ এর একটি দল গ্রেপ্তার করে। আমরা তাকে আদালতে পাঠিয়েছি।”
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সকালে পূর্ব শত্রুতার জেরে পূর্বাচলের হিড়নাল এলাকায় শান্ত সরকারকে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। দশদিন পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।