২৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:০৬, ২৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিভাগে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তোলারাম কলেজ

ঢাকা বিভাগে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তোলারাম কলেজ

যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি তোলারাম কলেজ।

গত বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদপুর সরকারি শারিরীক শিক্ষা কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের বিপরীতে ছিল ফরিদপুরের আবদুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ। খেলায় ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হয় তোলারাম কলেজ।

ঢাকা বিভাগীয় কমিশনার ও জেলা ক্রীড়া অফিস খেলাটি আয়োজন করেন এবং এতে সভাপতিত্ব করেন ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ঢাকা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অধিদপ্তর পরিচালক মো. মাহবুবুর রহমান, ঢাকা অতিরিক্ত বিভাগী কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) সালমা খাতুন, সরকারি শারিরীক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হাসান, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়