৩০ আগস্ট ২০২৫

প্রকাশিত: ১৫:১৮, ১৬ ডিসেম্বর ২০১৯

বিজয় দিবসে নারায়ণগঞ্জস্থানের শ্রদ্ধা

বিজয় দিবসে নারায়ণগঞ্জস্থানের শ্রদ্ধা

প্রেস নারায়ণগঞ্জ: বিজয় দিবস উদপাযন উপলক্ষ্যে নগরীতে র‌্যালী ও বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশাল র‌্যালি বের করে গ্রুপের সদস্যরা। পরে চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন তারা। এ সময় উপস্থিত ছিল গ্রুপের এডমিন আরেফিন রওশন হৃদয়, গ্রুপের মডারেটর রিজওয়ান আমিন, মেহেরাব হোসেন অপু, মডারেটর অভিজিৎ সাহা, সামসুর রহমান, সারফারাজ সুলতান, সাঈদ সানি, মাফুজ নয়ন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, কামরুল হাসান, নাহিদ, তাওলাদ, সাহিদ, সিয়াম, জনি, মহিন, শুভ, শাওন, জাকারিয়া, সালাউদ্দীন, হাফিজ, আদর, সায়েদ, মামুন, সঞ্জয়, রেজাউল, শাওন, মুন্না, মেহেদি, মাদানি, আল মামুন, সাফাত, জেনি, পান্না, মৌ দাস, রাফায়েত প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়