১৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৩, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:২১, ১৭ জানুয়ারি ২০২৬

ভিপি নুরের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা সজল

ভিপি নুরের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা সজল

পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও দলটির সভাপতি নুরুল হক নুরের পক্ষে ভোট চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি পেশাগত কারণে নগরীর তল্লা এলাকায় অবস্থান করা পটুয়াখালীর বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “ওনার যেই মার্কাই হোক, সেই মার্কায় আপনারা এলাকায় গিয়ে ভোট দিবেন।”

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার তল্লা রেল লাইন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকায় অবস্থিত গলাচিপা ও দশমিনার সর্বস্তরের জনগণের ব্যানারে এ আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর।

এ সময় যুবদল নেতা সজল বলেন, “আমি কিন্তু এই এলাকারই সন্তান। আপনারা গলাচিপা, দশমিনাবাসী যারা আছেন এই অঞ্চলে, ইনশাআল্লাহ নুর ভাই যে নির্বাচন করবেন, সেই নির্বাচনের আগেই কিন্তু এলাকায় চলে যেতে হবে। নুর ভাইকে নির্বাচিত করতে হবে। কারণ নুর ভাই নির্বাচিত হলে আগামী দিনে এমপি হবে, আগামী দিনে মন্ত্রীও হবে। কারণ তারেক রহমান তাকে অত্যন্ত স্নেহ করেন।”

তিনি আরও বলেন, “সেই স্নেহের দিক বিবেচনা করে আগামী দিনে আপনারা যদি জয়যুক্ত করে তাকে সংসদে নিতে পারেন, আপনারা মন্ত্রীও পাবেন। তাই আপনাদের প্রতি অনুরোধ রইলো- আপনারা নুর ভাইকে নুর ভাইয়ের যে মার্কা, সেই মার্কায় ভোট দিবেন। যেহেতু নির্বাচনী কথা এখন বক্তব্যে বলা যায় না, তারপরও বলছি ওনার যেই মার্কাই হোক, সেই মার্কায় আপনারা এলাকায় গিয়ে ভোট দিবেন।”

“আপনাদের সাথে এই এলাকার মানুষ হিসাবে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো, নূর ভাইও থাকবে। এবং আমাদের নেত্রী যিনি কখনোই জীবনে আপোস করেন নাই, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত উনি সংগ্রামী করেছেন এদেশের জন্য। উনার জন্য দোয়া করবেন।”

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করে যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “এদেশের মাটি ও মানুষের নেতা, যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। সেই পরীক্ষিত নেতা নুরুল ইসলাম নূর ভাই।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টু এ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন, মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফিন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়