১৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪২, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪৫, ১৭ জানুয়ারি ২০২৬

জোট: নারায়ণগঞ্জে জামায়াতের ৩, বাকি ২ এনসিপি-মজলিসের

জোট: নারায়ণগঞ্জে জামায়াতের ৩, বাকি ২ এনসিপি-মজলিসের

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে জামায়াত নেতৃত্বাধীন ইসলামি ও সমমনা ১০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তিনটিতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী থাকবেন এবং অপর দুইটি এনসিপি ও খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এক আলাপে প্রেস নারায়ণগঞ্জ’কে এই তথ্য জানান মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

তিনি জানান, নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল আমিন ও নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফজত মজলিসের এবিএম সিরাজুল মামুন জোটের প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবেন।

আসনগুলোতে জোটের অন্যান্য নেতারাও বৈধ প্রার্থী তালিকায় থাকলেও জোটের চূড়ান্ত প্রার্থীকে সমর্থন দিয়ে শেষদিনের আগেই তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন বলেও জানান জামায়াতে ইসলামীর নেতা আবদুল জব্বার।

এ নিয়ে শনিবার সন্ধ্যায় জোটভুক্ত দলগুলোর মধ্যে বৈঠক রয়েছে বলেও জানান তিনি। মাওলানা জব্বার বলেন, জোটগতভাবে নারায়ণগঞ্জে কীভাবে আসনগুলোতে সফলতা পাওয়া সেই পরিকল্পনাও করা হবে। গঠন করা হবে নির্বাচন পরিচালনা কমিটিও।

এই জোটে শুরু থেকে থাকলেও আসন সমঝোতায় সন্তুষ্ট না হওয়ায় শেষ মুহুর্তে বেরিয়ে আসে ইসলামী আন্দোলন। সারাদেশে তাদের ঘোষিত প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবে বলেও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

ইসলামী আন্দোলন যুক্ত থাকা অবস্থায় ১১ দলীয় জোট থেকে নারায়ণগঞ্জ-৩ আসনটি কেবল ছাড়া হয়েছিল। যদিও, গত শুক্রবার ইসলামী আন্দোলনের মহানগর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির প্রার্থী মুফতি মাছুম বিল্লাহ প্রেস নারায়ণগঞ্জ’কে বলেছেন, জামায়াতে ইসলামীর ‘কর্তৃত্বপরায়ন’ আচরণের কারণেই জোট থেকে বেরিয়ে এসেছেন তারা। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই তাদের প্রার্থীরা নির্বাচন করবেন।

সর্বশেষ

জনপ্রিয়