১৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০০, ১৭ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রচার দলের কমিটি গঠন

নারায়ণগঞ্জ জেলা প্রচার দলের কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন। ঘোষিত কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান মিসু, সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদুজ্জামান রাশেদ এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ইমরান হোসেন সিফাত।

জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রিয়াজুর হক মুকুল, এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সোহেল রানা।

এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমান ও ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন ইফতি, প্রচার সম্পাদক রুহুল আমিন, এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন আল হাসান হৃদয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান, দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এক বার্তায় বলেন, “প্রচারের বিষয়টি খুবই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক প্রচারণায় অনেক নিয়ম-শৃঙ্খলা মেনে কাজ করতে হয়, যা সবসময় সবসময় সকলের পক্ষে মনে রাখা বা পালন করা সম্ভব হয় না। তারেক রহমান এই বিষয়টি গুরুত্ব দিয়ে আলাদা সংগঠন করেছেন, তাই আমরা আশা করি তিনি হতাশ হবেন না। আমরা প্রচারণার ক্ষেত্রে ভুল বা অপতথ্য তথ্য রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।”

নবনির্বাচিত কমিটির সভাপতি কামরুল হাসান মিসু বলেন, “নতুন কমিটির হাত ধরে ভিন্ন আঙ্গিকে প্রচারণা শুরু হবে। দলের কার্যক্রম দেখাশোনা করা আমাদের দায়িত্ব। পাশাপাশি আমাদের কোনো ভুল-ত্রুটি সম্পর্কে জানানোর দায়িত্বও সকলের। আমাদের জানালে আমরা সতর্ক হব এবং নিজেদের শোধরাতে পারব। আমরা আশা করি সকলেই আমাদের এই পথচলায় সহযোগী হবেন এবং দোয়ায় রাখবেন।”

সর্বশেষ

জনপ্রিয়