নারায়ণগঞ্জ-৪: বহিষ্কৃত দুই বিএনপি নেতাসহ বৈধ ১০, বাতিল ৫
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বহিষ্কৃত বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহ আলম ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনসহ ১০ প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলার ফতুল্লা অঞ্চল নিয়ে গঠিত আসনটির জন্য জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির এ ঘোষণা দেন। এর আগে এ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী, স্বতন্ত্র প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী, বাসদের সেলিম মাহমুদ, ইসলামী আন্দোলনের মুফতি ইসমাইল কাউসার, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, খেলাফত মজলিশের ইলিয়াস আহম্মেদ এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. সুলাইমান দেওয়ান।
মনোনয়ন বাতিল হয়েছে কমিউনিস্ট পার্টির প্রার্থী ইকবাল হোসেন, গণঅধিকার পরিষদের মো. আরিফ ভূইয়া, জাতীয় পার্টির মো. ছালাউদ্দিন খোকা, স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সেলিম আহমেদ।
রিটার্নিং অফিস সূত্র জানায়, মোট সম্পদের তথ্য উল্লেখ না করায় অসম্পূর্ণ হলফনামার কারণে ইকবাল হোসেনের, অসম্পূর্ণ হলফনামার কারণে মো. আরিফ ভূইয়ার, তিতাস গ্যাসের বিল বকেয়া থাকায় মো. ছালাউদ্দিন খোকার, এক শতাংশ ভোটারের স্বাক্ষর যথাযথ না থাকায় ফাতেমা মনিরের এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় মো. সেলিম আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে এ বিষয়ে প্রার্থীর আইনজীবীরা উচ্চ আদালতের একটি রায় উপস্থাপন করায় তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, বিকেল ৪টায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।





































