বিজয় দিবসে গণসংহতি আন্দোলনের র্যালি ও শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও চাষাঢ়া বিজয়স্তম্ভে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রেসিডেন্ট রোডস্থ জেলা কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে পৌঁছায়। সেখানে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খাঁন। তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত এক ঐতিহাসিক জনযুদ্ধ। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরও দেশে দীর্ঘদিন ধরে একচেটিয়া শাসনব্যবস্থা কায়েম থাকায় বৈষম্য দূর করা সম্ভব হয়নি।”
তিনি আরও উল্লেখ করেন, “৭১-এর চেতনার ধারাবাহিকতায় ২০২৪ সালে হাজারো তরুণ-যুবকের রক্তত্যাগের মাধ্যমে গত ৫৪ বছরের অপশাসনের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। এই শহীদদের রক্তের ঋণ শোধ করা আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।”
বিপ্লব খাঁন বলেন, “দেশকে নতুন করে গড়ে তুলতে আসন্ন নির্বাচনে জনগণকে গণভোটে জুলাই সনদের ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে হবে। টাকা ও পেশীশক্তির রাজনীতিকে প্রত্যাখ্যান করে জুলাইয়ের শহীদদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের পথে এগোতে পারব।”
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, সদস্য আব্দুল আল মামুন, আওলাদ হোসেন, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, সদস্য ফারহানা মানিক মুনা, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক জিয়াউর রহমানসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।





































