বিজয় দিবসে সিপিবি’র র্যালি ও শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ শহরে র্যালি ও চাষাড়া বিজয়স্তম্ভে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
জেলা সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্রমিক নেতা এম. এ. শাহীনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মন্টু ঘোষ, জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সম্পাদক মণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, শাহানারা বেগম, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, ইকবাল হোসেন, শিশির চক্রবর্তী, শহর কমিটির সভাপতি আঃ হাই শরীফ ও সাধারণ সম্পাদক বিজয় রায় চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও সংবিধানের চার মূলনীতি- গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র—পুরোপুরি বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার সময় প্রতিশ্রুত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের রাষ্ট্র এখনও প্রতিষ্ঠিত হয়নি।
তারা আরও উল্লেখ করেন, জনগণ বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তি কখনোই জনগণের অগ্রযাত্রা থামাতে পারবে না। এবারের বিজয় দিবসের অঙ্গীকার হওয়া উচিত ৭১-এর ঘাতকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং গণতান্ত্রিক, শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।





































