মহান বিজয় দিবসে পথশিশুদের পাশে টিপু
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে তিনি পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর ও পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
টিপু বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও গণতন্ত্রের চেতনার প্রতীক। বিজয়ের দিনে শুধু আনুষ্ঠানিকতা নয়, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই শহীদদের প্রতি প্রকৃত সম্মান।”
তিনি আরও বলেন, “পথশিশুরাও এই দেশের নাগরিক। তাদের মুখে হাসি ফোটানোই আজকের বিজয় দিবসের আমাদের অঙ্গীকার।”
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।





































