১৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৫

খেলাফত মজলিসের বিজয় র‍্যালি

খেলাফত মজলিসের বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিজয় র‍্যালির আয়োজন করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় চাষাঢ়া প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বিজয় র‍্যালি বের হয়ে চাষাঢ়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিপূর্ব সমাবেশে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। এছাড়াও বক্তব্য দেন মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, বন্দর থানা পশ্চিমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়