০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৩, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৫৮, ৭ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী পরিবেশ নিয়ে যুবশক্তির উদ্বেগ

নির্বাচনী পরিবেশ নিয়ে যুবশক্তির উদ্বেগ

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় যুবশক্তি, নারায়ণগঞ্জ জেলা। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ ও মূখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, “বিগত সময়ে নারায়ণগঞ্জে যে ধরনের রাজনীতি দেখেছি, এনসিপি সেই রাজনীতির পরিবর্তন আনতেই প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনের মান, মর্যাদা ও উদ্দেশ্য তুলে ধরতে শুরু থেকেই যুবশক্তি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।”

তিনি জানান, জাতীয় যুবশক্তির ৭ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। এতে রয়েছে— যুবকদের কর্মসংস্থান, চাকরির নিরাপত্তা ও সুবিধা উন্নয়ন, গণতন্ত্র ও নেতৃত্বে অংশগ্রহণ, শারীরিক-মানসিক বিকাশ, সামাজিক পুনর্বাসন, ক্রীড়া–সংস্কৃতি ও সৃজনশীল স্বাধীনতা, ব্যবসা–উদ্যোগ ও বহুমুখী বাণিজ্য, এবং দক্ষ অভিবাসন ও রিভার্স ব্রেইন ড্রেইন।

বিজয়ের মাসে পাঁচ উপজেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বিষয়ে তিনি বলেন, “আমরা ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় পাঁচটি ক্রীড়া প্রতিযোগিতা চালু করবো। যার মাধ্যমে অভ্যুত্থানের একতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ঐক্যবদ্ধভাবে তুলে ধরা হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নারায়ণগঞ্জ ব্যবসা–বাণিজ্যের অন্যতম কেন্দ্র। এখানে যুবকদের উদ্যোক্তা হওয়ার বড় সুযোগ রয়েছে। আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করে যুবকদের সে দক্ষতায় অভিযোজিত করতে চাই, যাতে তারা নিজেরাই উদ্যোক্তা হতে পারে।”

তিনি আরও বলেন, “বর্তমান যুগ টেকনোলজির যুগ। প্রযুক্তি বা এআই বিষয়ে অনেক যুবক জানে না—ফলে পিছিয়ে পড়ে। আমরা প্রযুক্তি ও এআই–কেন্দ্রিক কোর্স চালু করেছি, যেখানে বহু যুবক ও শিক্ষার্থী ইতোমধ্যে কাজ করছে। তরুণদের দক্ষ করতে পারলে নারায়ণগঞ্জ নতুন সম্ভাবনার কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।”

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মূখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত বলেন, “যুবকদের খেলাধুলায় যুক্ত রাখতে আমরা বিভিন্ন এলাকায় ক্রীড়া আয়োজন করছি, যাতে তারা মাদক থেকে দূরে থাকে।”

তিনি আরও বলেন, “সামনের নির্বাচনকে ঘিরে আমাদের তিনটি দাবি রয়েছে—ফ্যাসিস্ট সরকারের পলাতক আসামিদের গ্রেপ্তার, ছাত্রদের ওপর ব্যবহৃত ও থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সবার জন্য উপযোগী শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। বিভিন্ন এলাকায় আমাদের এনসিপি নেতাদের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এখনো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে ওঠেনি।”

উপস্থিত ছিলেন আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাব্বি, মূখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত, যুগ্ম সদস্য সচিব মোঃ আল হাসান, অনিক খাঁ সিয়াম, ইসতিয়াক ভূঁইয়া, সংগঠক সোহাইল রহমান ইফতি, আরমান হাসান ও মোখলেসুর রহমান স্বজন।

সর্বশেষ

জনপ্রিয়