খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্র-জনতার দোয়া
হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যেগে বিশেষ দোয়া করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হবে এই নারায়ণগঞ্জ প্রতিপাদ্য নিয়ে
ছাত্র-জনতার মুখোমুখি অনুষ্ঠানে এই দোয়ার আয়োজন করা হয়। এসময় মোনাজাতে খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে মাসুদুজ্জামান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া করবেন। এই দেশের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। গণতন্ত্রের জন্য তাকে খুবই প্রয়োজন। আল্লাহ যাতে তাকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ও সদর-বন্দরের বিভিন্ন অঞ্চলের ভোটাররা।





































