নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচ মামলার মধ্যে দুইটির শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আইভীর আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর আগে একই মামলায় এজাহারে নাম না থাকায় ১৯ জনকে জামিন দেওয়া হলেও আইভীকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন।
অ্যাড. আওলাদ আরো বলেন, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাঁকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তাঁর নাম নেই।
তিনি জানান—ইয়াসিন হত্যা মামলার এজাহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে ইয়াসিনকে হত্যা করেছেন। অন্য মামলায় বলা হচ্ছে আইভী পুলিশের ওপর হামলা করেছেন, অথচ ঘটনাকালে তিনি পুলিশ কাস্টডিতে ছিলেন এবং এজাহারে তাঁর নামও ছিল না।
তার পরও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আইভীর আইনজীবী।





































