১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০০, ১৩ নভেম্বর ২০২৫

নৈরাজ্য প্রতিরোধে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচি

নৈরাজ্য প্রতিরোধে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জ শহরে পতিত স্বৈরাচারের নৈরাজ্যের বিরুদ্ধে এবং জনসাধারণের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচির নেতৃত্ব দেন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পতিত স্বৈরাচার লকডাউন কর্মসূচি ঘোষণা করায় দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির নীল নকশা প্রতিরোধে ইসলামী আন্দোলন শান্তিপ্রিয়ভাবে কঠোর অবস্থান নিয়েছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, ছাত্রনেতা মোঃ জাহিদুল ইসলাম মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী স্বৈরাচার দেশজুড়ে জুলুম-নির্যাতন চালিয়ে মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর দেশে এক নতুন সূর্য উদিত হয়েছে। জনগণ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। এই পরিস্থিতিকে কোনো নতুন স্বৈরাচার নষ্ট করতে পারবে না, এজন্য সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে।”

সর্বশেষ

জনপ্রিয়