ডেঙ্গু আক্রান্ত রাজীবকে দেখতে গেলেন অ্যাডভোকেট টিপু
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (১০ নভেম্বর) রাত ১০টায় মিশনপাড়ায় রাজীবের নিজ বাসভবনে গিয়ে টিপু তার স্বাস্থ্যের খোঁজখবর নেন, পরিবারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলের নেতা মাহবুল আলম, ১৩নং ওয়ার্ড বিএনপির নেতা মাসুম খানসহ বিভিন্ন স্তরের বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।





































