ইসলামী আন্দোলনের ২৭নং ওয়ার্ড নির্বাচন কমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। রবিবার (২ নভেম্বর) বাদ মাগরিব ওয়ার্ড কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটিতে সাইফুল ইসলাম বাবুকে আহ্বায়ক এবং মাওলানা মাসুদুল করীমকে সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সংখ্যালঘু সম্পাদক আবুল হাসেম এবং নগর সহ-অর্থ সম্পাদক মুহা. আ. হক প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী দিনে দেশের কান্ডারীদেরকে ক্ষমতায় বসাবে জনগণ, যারা দেশ ও দশের কথা চিন্তা করে রাজনীতি করে। যারা রাষ্ট্রের টাকায় বিদেশে বাড়ি বানায় না, দেশের সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগায়, তাদেরই দেখতে চায় আগামীর রাষ্ট্রনায়ক। তারাই হবে প্রকৃত দেশবান্ধব রাষ্ট্রপ্রধান।”





































