শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে ফিরতে পারবে না: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “শেখ হাসিনা আর কোনদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।”
রোববার (১৩ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ, নবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেড় থেকে দুই হাজার মানুষকে হত্যা করে শেখ হাসিনা যে গণহত্যার নজির স্থাপন করেছেন, সেই দায়ে তার ফাঁসি হবে, তার মন্ত্রী ও এমপিদের ফাঁসি হবে। আওয়ামী লীগ আর কখনো বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ পাবে না।”
গত বছরের জুলাই গণআন্দোলনের প্রসঙ্গ টেনে মামুন মাহমুদ বলেন, “এই এলাকায়ও অনেকগুলো লাশ এসেছে। আমরা সেই শহীদদের ভুলতে পারি না। তাই নতুন করে আর উত্তেজনা ছড়াবেন না, এতে কোনো লাভ নেই।”
বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি এখনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। কোনো আইনশৃঙ্খলার অবনতি বা হত্যাকাণ্ড ঘটলে তার দায় বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে, বিএনপিকে নয়।”
সামাজিক কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় না থেকেও মানুষের পাশে থেকেছে। আমরা ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, শীতবস্ত্র বিতরণ করেছি। গত ১৫ বছর ধরে আমাদের নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হলেও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা হারায়নি। দেশের অন্য কোনো রাজনৈতিক দলে এমন মনোভাব নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া।
উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. রাকিবুর রহমান সাগর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, আক্তারুজ্জামান মৃধা, জুয়েল রানা, মনির হোসেন, মাজারুল ইসলাম মালি, শহা আলম, জসিম উদ্দিন, নয়ন, মোক্তার ও সুমন।