১২ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৬, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১৬:১৩, ১২ জুলাই ২০২৫

সোহাগ হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

সোহাগ হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্য ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে এক বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটির নেতারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত হওয়ার তথ্য তুলে ধরে দলটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

সংগঠনটির নেতারা বলেন, “গত বছর জুলাই মাসে একটি ফ্যাসিস্ট কাঠামোকে এই দেশ থেকে তাড়িয়েছি। তার ঠিক এক বছর পরে আবার বাংলাদেশে নতুন কোন ফ্যাসিবাদী ব্যবস্থা মেনে নিব না। এই বংলায় নতুন করে আর কোন স্বৈরাচার তৈরি হতে দিবো না।”

শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে তারা শহরে মিছিলও করেন।

সমাবেশে ছাত্র নেতারা জুলাই আন্দোলনে হতাহতের ঘটনার বিচার ও রাষ্ট্রকাঠামোর সংস্কারের জোর দাবি জানান।

জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও মাঠে নেমে সংগ্রাম করতে হয়েছে। আমরা দেখছি, হয়তো আবারও এদেশে একটি গণঅভ্যুত্থান করতে হবে। আওয়ামী লীগের সময় দেখেছি বিভিন্ন হত্যাকান্ড চালিয়ে দায় চাপিয়ে দেওয়া হয়েছে অন্যান্য দলগুলোর উপর। একই জায়গায় বিএনপিও অন্যান্য সংগঠনগুলোর উপর দায় দিয়ে বেঁচে যেতে চাচ্ছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন-প্রবাসী তারেক রহমানকে ইঙ্গিত করে নিরব আরও বলেন, “আপনি লন্ডনে বসে থেকে এই দেশের পরিস্থিতি নিয়ে বয়ান দিবেন, সেটি হতে পারে না। যদি রাজনীতি করতে হয়, তবে দেশের মাটিতে ফিরে রাজনীতি করুন। আর না হয় বলবো, এই দলকে (বিএনপি) বাতিল ঘোষণা করুন। এই দলের প্রয়োজন নেই বাংলাদেশে।”

সংগঠনটির মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খান বলেন, “বিএনপির একটাই কথা, শুধুমাত্র নির্বাচন দেও। শুধু কি একটি নির্বাচনের জন্য জুলাইয়ে দুই হাজার মানুষ তাদের বুকের রক্ত দিয়েছে? গত বছর জুলাই মাসে একটি ফ্যাসিস্ট কাঠামোকে এই দেশ থেকে তাড়িয়েছি। তার ঠিক এক বছর পরে আবার বাংলাদেশে নতুন কোন ফ্যাসিবাদী ব্যবস্থা মেনে নিব না। এই বংলায় নতুন করে আর কোন স্বৈরাচার তৈরি হতে দিবো না।”

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব জাবেদ আলম, যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ, মুখপাত্র সারফারাজ হক সজীব।

আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সহ মুখপাত্র শাহরিয়া আলাইনা সাফা, মহানগরের মুখপাত্র জহিরুল ইসলাম, জেলা সংগঠক তানজিল ভূঁইয়া শিথিল, জাহিদুল ইসলাম বাঁধন, বন্দর উপজেলা শাখার আহ্বায়ক মো. তানভির জিসান, মুখপাত্র আবির আহমেদ চৌধুরী, নারী প্রধান মুখপাত্র আদিবা সুলতানা, এনসিপির সাদিয়া প্রধান প্রমুখ।

গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চারজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়