১৪ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪২, ১৩ জুলাই ২০২৫

সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের যৌথ সভা

সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের যৌথ সভা

আগামী ১৮ জুলাই শুক্রবার বিকাল ৩টায় ঐতিহাসিক ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন—মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ও জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

সমাবেশকে সফল করার লক্ষ্যে রবিবার বিকাল পাঁচটায় জেলা ও মহানগর এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আমরা এই সমাবেশ ডেকেছি। এটি শান্তিপূর্ণ ও সফল করতে দলের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

সর্বশেষ

জনপ্রিয়