এজেন্ট ঢুকে বিএনপিকে বদনাম করতে চাচ্ছে: সাখাওয়াত

বিএনপির মধ্যে এজেন্ট ঢুকে বিএনপিকে জনগণের কাছে বদনাম করতে চাচ্ছে’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ সদর থানা ইউনিট কমিটির কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
বলেন, “আমরা ১৫ বছর জেল-জুলুম, হত্যা ও নির্যাতন সহ্য করেছি শুধুমাত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, একটি সুন্দর নির্বাচন করা এবং দেশের একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য। সেই পরিবেশ সৃষ্টির জন্য আজকে এই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার প্রায় ১ বছর হলো আজকে। এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। আজকে এই ভোটের আধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে সজাগ থাকতে হবে।”
“বিএনপি যেহেতু আগামী নির্বাচনে প্রধান একটি দল এবং সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের বেশিরভাগ মানুষের ভোট পেয়ে নির্বাচিত হবে। সেটাকে কিছু কুচক্রিমহল ভালোভাবে নিচ্ছে না। তারা বিএনপির বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে”, যোগ করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সমালোচনা করে এ বিএনপি নেতা বলেন, “ইসলামী আন্দোলনও আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। কারণ তারা দেখছে তাদের ভবিষ্যৎ ভালো না, বিএনপি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ। তাই বিএনপির মধ্যে এজেন্ট ঢুকে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অপকর্মের সৃষ্টি করে এদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে চাচ্ছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে বিএনপিকে জনগণের কাছে বদনাম করতে চাচ্ছে। আপনারা এটা যদি না চান, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল বিষয়ে নজর রাখতে হবে।”
নিজ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “বিএনপির বদনাম হয়, জনগণের কাছে বিএনপির বিরূপভাব সৃষ্টি হয়, এমন কাজ যদি কেউ করে, সে যদি আমিও হই কেন্দ্রীয় নির্দেশনা, তার বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে শায়েস্তা করা হবে।”
সাখাওয়াত বলেন, “যারা বিএনপির ভালো চান, আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে। আমাদের আচরণ জনগণের বিপক্ষে যেতে পারে না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজের কারণে কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে সে দায় তাকে বহন করতে হবে। কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে, কোনো ব্যক্তিকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। যারা বিএনপির আদর্শ, নীতি, নৈতিকতা মেনে দল করে তাদের সংগঠনের বিভিন্ন পদে দেওয়ার আহ্বান জানাই।”
তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দলের বর্তমান যে কমিটি আছে তাদের প্রতি সন্তুষ্ট একটি কারনে যে, তারা গত আন্দোলন-সংগ্রামে তাদের আমরা রাজপথে পেয়েছি। নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো গত ফ্যাসিস্ট-বিরোধী আন্দোলনে যে ভূমিকা পালন করেছে সেই ধরনের ভূমিকা যদি অন্যান্য জেলা দিয়ে থাকতো তাহলে শেখ হাসিনার পলায়ন আরও আগে হতো।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা প্রমুখ।