বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে জামায়াতের সভা

নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১২ জুলাই) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
‘জুলাই-২৪ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশিত নারায়ণগঞ্জ গঠনে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মহানগরী জামায়াতে ইসলামীর ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার।
সভাপতির বক্তব্যে আবদুল জব্বার উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর নারায়ণগঞ্জ গঠন করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি অংশ, প্রতিনিয়ত এখানে বিভিন্ন হামলা হচ্ছে। আমি সকল দলের প্রতি আহবান জানাচ্ছি, একদিকে সুন্দর বাংলাদেশ গড়ার কথা বলবেন আর অন্যদিকে অন্যদের রাজনৈতিক কর্মকান্ড করতে দিবেন না, এটা হতে পারে না। এই জুলাইয়ের বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে চাই ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা যেন না চলে। আমরা বিএনপি ভাইদের বলবো, আপনারা মনে করছেন আপনারা ক্ষমতায় যাবেন, এটা আপনাদের স্বপ্ন কিন্তু আপনাদের কাজে তা প্রমাণ করতে পারছেন না।”
এ জামায়াত নেতা বলেন, “এখানে কিন্তু শয়তানও অনেকের মাঝে ভর করছে। আমি প্রশাসনকে বলতে চাই জনগণ যাতে আর আইন হাতে তুলে না নেয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।”
এ সময় আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার। ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা আবদুল কাদির, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি হাসান ইমাম মুন্সি, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ কবির হোসাইন ও সেক্রেটারি ইলিয়াস হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, মহানগরী সহ-সভাপতি হাফেজ আবু সাইদ ও সেক্রেটারি আল আমিন রাকিব, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক নিরব রায়হান, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসেন ভূইয়া, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফ উদ্দিন মনির, মুখলেসুর রহমান, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মোমিন সহ থানা আমির সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।