ফতুল্লায় খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ফতুল্লা বাজার এলাকায় গণসংযোগ করেছেন খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ।
শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে ইলিয়াস আহমদের পক্ষে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এতে খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
উপস্থিত ছিলেন— খেলাফত মজলিস ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, এনায়েতনগর ইউনিয়ন পূর্ব সভাপতি আব্দুল করীম মিন্টু, ফতুল্লা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আইনাল, ডাক্তার সাইফুল ইসলাম।