বন্দরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে এক ইট-বালু ব্যবসায়ীর কাছ থেকে জিম্মি করে নগদ ১২ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে যুবদল নেতা মিনহাজ মিঠুর বিরুদ্ধে।
এই ঘটনায় বন্দরের সাবদি বাজারের বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী হাজী রিয়াজুল ইসলাম বাচ্চু (৫৬) রোববার (১৩ জুলাই) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে সাবদি বাজারের উত্তর পাশে ‘মেসার্স আর কে ট্রেডার্স’ নামে সুনামের সঙ্গে ইট-বালুর ব্যবসা করে আসছেন। অভিযুক্ত মিনহাজ মিঠু দীঘলদী এলাকার বাসিন্দা, বিগত দুই মাস ধরে তার কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন।
গত ১১ জুন, দুপুর ১২টার দিকে মিনহাজ মিঠু ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার দোকানে অনধিকার প্রবেশ করে। এ সময় তাকে অকথ্য গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও ধারালো সুইচ গিয়ার দেখিয়ে জিম্মি করে ১২ হাজার টাকা আদায় করে। টাকা নিয়ে চলে যাওয়ার সময় অভিযুক্ত মিনহাজ মিঠু হুমকি দেয়—"এখানে ইট-বালুর ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে, না হলে তোকে হত্যা করবো।"
বাদী রিয়াজুল ইসলাম জানান, তিনি একজন শান্তিপ্রিয় ও নিরীহ ব্যবসায়ী। অভিযুক্তদের সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”