১৪ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৪, ১৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।

রোববার (১৩ জুলাই) বিকালে তিনি ফতুল্লার তল্লা, আজমেরী বাগ, গ্রীন রোড, চেয়ারম্যান বাড়ি মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা জনগণের অধিকার আদায়ের জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে অংশ নিচ্ছি। মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়। দাঁড়িপাল্লা প্রতীক ইসলামের প্রতীক, শান্তির প্রতীক। আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শোষণমুক্ত একটি সমাজ গড়ব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যোগ্য লোককে জয়যুক্ত করুন।”

উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মো. জাকির হোসাইন, থানা আমীর আবুল কালাম আজাদ, থানা সেক্রেটারি আব্দুর রহিমসহ শতাধিক নেতাকর্মী। তারা মাওলানা আবদুল জব্বারের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়