১৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৫, ১৯ মে ২০২৫

৪ বছরে রয়্যাল সিগারেট কোম্পানির শতকোটি টাকার রাজস্ব ফাঁকি

৪ বছরে রয়্যাল সিগারেট কোম্পানির শতকোটি টাকার রাজস্ব ফাঁকি

নকল ও আগে ব্যবহার করা স্ট্যাম্প ব্যবহার করে রাজস্ব ফাঁকি দেওয়ার অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিগারেট প্রস্তুতকারী একটি কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা এবং এ প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে গোদনাইল ঘাট এলাকায় অবস্থিত ‘রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি’ নামে এ প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাব, পুলিশ, কাস্টমস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, ২০২১ সালে চালু হওয়া এ প্রতিষ্ঠানটি দৈনিক ৬ লাখ টাকা করে মাসে ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। হিসেব অনুযায়ী এ পর্যন্ত শত কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২৩ সালে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কিন্তু সাতদিন পরেই কারখানাটি পুনরায় চালু করা হয়। সোমবারের অভিযানে জরিমানা ও কারাদণ্ডের পাশাপাশি পুনরায় কারখানাটি সিলগালা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে ২১ লাখ নকল ও ব্যবহৃত স্ট্যাম্প এবং ১৪ হাজার প্যাকেট সিগারেটও জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, “নকল ও ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহারের অপরাধে দণ্ডবিধি-১৮৬০ এর ২৬২ ধারায় ৫ লাখ টাকা জরিমানা করে কারখানা সিলগালা করে দেওয়া হয়। একইসাথে প্রতিষ্ঠানটির ভ্যাট অফিসার মো. সাইফুল ইসলামকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

“নকল ও ব্যবহৃত স্ট্যাপ ব্যবহার করে সিগারেট বিক্রি করে আসছিল। এভাবে তারা দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা করে মাসে প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।”

অভিযানে জব্দ স্ট্যাম্প ও সিগারেট নষ্ট করে দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়