বাসদ নেতা এম এ মিল্টনের অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি

বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস ও সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এক যৌথ বিবৃতিতে বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টনকে অপহরণ, মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা জানান, গতকাল (১৬ মে) সন্ধ্যা ৭টায় ফতুল্লা স্টেডিয়াম থেকে চাষাঢ়া যাওয়ার পথে ফতুল্লা লামাপাড়া এলাকায় ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল রিকশা আটক করে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে সিএনজিতে তুলে শনির আখড়া, ডেমরা রোডের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে নারীসহ ১৫-১৬ জনের একটি দল মিল্টনকে মারধর করে।
তারা আরও জানান, "নির্যাতনকারীরা মিল্টনের জামাকাপড় খুলে লুঙ্গি পরিয়ে ছবি তোলে এবং ব্ল্যাকমেইল করার হুমকি দেয়। এসময় তারা নগদ ৫,৮০০ টাকা ও নগদ একাউন্ট থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।"
এ ঘটনায় এম এ মিল্টনের চোখ, কান ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তার রাজনৈতিক পরিচয় জানতে পেরে অপহরণকারীরা দ্রুত তাকে শনির আখড়ায় এনে ফেলে রেখে যায়।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, "অন্তর্বর্তী সরকারের ৯ মাসেও আইন-শৃঙ্খলার কোনো উন্নতি হয়নি। অপরাধীরা দিনদুপুরে ছিনতাই ও অপহরণ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীরাও রেহাই পাচ্ছে না। নারায়ণগঞ্জ পুলিশ এ ঘটনায় এখনও কোনো তৎপরতা দেখাচ্ছে না।"
এম এ মিল্টনের ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান তারা। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন বাসদ নেতৃবৃন্দ।