অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় ও লিঙ্ক রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ মে) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অবৈধ পার্কিংয়ের দায়ে মোট ১৩টি মামলায় ১৭,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।