জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবিরে সৎ নেতৃত্ব গঠনের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) নারায়ণগঞ্জ পূর্ব থানা সেক্রেটারি হাফেজ মাওলানা কামরুল হোসাইনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার বক্তব্যে বলেন, "এই দেশে সম্পদ ও প্রচুর্য রয়েছে, কিন্তু সৎ নেতৃত্বের অভাব। মসজিদে ইবাদতে সততা ও ঈমান ধরে রাখা যতটা সহজ, প্রশাসনে কিংবা রাষ্ট্রীয় কর্মে তা টিকিয়ে রাখা ততটাই কঠিন। সৎ ও যোগ্য হয়ে খোদাভীরু নেতৃত্ব গড়ে তুলতে হবে। ঐশী জ্ঞান অর্জন করে তা ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে প্রয়োগ করতে হবে।"
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, "ভ্রাতৃত্ব সম্পর্ক দৃঢ় রাখতে হবে। কোনোভাবেই এমন কিছু করা যাবে না, যাতে সম্পর্ক বিনষ্ট হয়।"
মহানগর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন কুরআনের দারসে রাসুল (স.)-এর নীতি অনুসরণের আহ্বান জানান।
মাওলানা সাইফুদ্দিন মনির তার বক্তব্যে বলেন, "জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগ ও কুরবানি অপরিহার্য। ইসলামি আন্দোলনে ত্যাগের গুরুত্ব অপরিসীম।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর নায়েবে আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরী ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির, থানা সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, বিএম সম্পাদক আক্তারুজ্জামান, আবদুস সাত্তার মল্লিক প্রমুখ।