ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মো. মোমিনুর রশীদ।
সেমিনারে প্রকল্পের আওতায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম, ডিজিটাল ম্যাপিং, জমির তথ্য ডেটাবেইসে অন্তর্ভুক্তিকরণ, নাগরিকসেবায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে অংশগ্রহণকারীরা চলমান জরিপ কার্যক্রমে জমির সীমানা নির্ধারণে জটিলতা, নাগরিকদের তথ্য ঘাটতি এবং স্থানীয় সহায়তার অভাবসহ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
প্রকল্প কর্মকর্তারা এসব সমস্যার সমাধানে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, নাগরিক অভিযোগ ব্যবস্থাকে সহজতর ও দ্রুততর করা এবং প্রযুক্তিগত সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।