১৮ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ১৭ মে ২০২৫

মামলা বাণিজ্য ও সাংবাদিক জিসানের গ্রেফতার নিন্দা ছাত্র ফেডারেশনের

মামলা বাণিজ্য ও সাংবাদিক জিসানের গ্রেফতার নিন্দা ছাত্র ফেডারেশনের

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে সারাদেশে চলমান মামলা বাণিজ্য এবং সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা নিন্দা জানান। 

সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, "নারায়ণগঞ্জসহ সারাদেশে মামলা বাণিজ্য ও প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে ধারাবাহিক অপচেষ্টা চলছে, তা গণতন্ত্র ও নাগরিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে। জিসান একজন তরুণ সংবাদকর্মী হিসেবে কেবল জনগণের পক্ষে কথা বলছিল। তার গ্রেফতার রাষ্ট্রযন্ত্রের ভয় ও দুর্বলতার প্রকাশ।"

সাধারণ সম্পাদক সৃজয় সাহা বলেন, "বাংলাদেশের ইতিহাসে কোনো দমন-পীড়নই মুক্তির আকাঙ্ক্ষাকে স্তব্ধ করতে পারেনি। জিসানের গ্রেফতার নিছক একজন সংবাদকর্মীর বিরুদ্ধে নয়; এটি গোটা গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা জিসানের অবিলম্বে মুক্তি এবং মামলা বাণিজ্যের অবসানের দাবি জানাচ্ছি।"


 

সর্বশেষ

জনপ্রিয়