২০ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ১৯ মে ২০২৫

শীতলক্ষ্যা নদীতে ট্রলারের যাত্রীদের নদীতে ঝাঁপ: অল্পের জন্য রক্ষা

শীতলক্ষ্যা নদীতে ট্রলারের যাত্রীদের নদীতে ঝাঁপ: অল্পের জন্য রক্ষা

নারায়ণগঞ্জ শহরের টানবাজার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সাথে ধাক্কার আশঙ্কায় নদীতে ঝাঁপ দিয়েছেন ট্রলারের যাত্রীরা। সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নৌ থানা পুলিশের ওসি আমিনুল হক জানান, এমভি আখতার হোসেন-১ নামের একটি কার্গো জাহাজের সাথে সংঘর্ষের শঙ্কায় ট্রলারটির প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। তবে আশপাশের লোকজন দ্রুত দুটি ট্রলার নিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন।

ওসি আরও জানান, এখন পর্যন্ত কেউ নিখোঁজ নেই। তবে নিখোঁজের কোনো অভিযোগ পেলে নদীতে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়