২০ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২০, ১৯ মে ২০২৫

মদনপুরে আবাসিক প্রকল্পের তিন শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মদনপুরে আবাসিক প্রকল্পের তিন শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের মদনপুর ইষ্ট টাউন আবাসিক প্রকল্প এলাকায় তিন শতাধিক আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। সোমবার (১৯ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বিপুল পরিমাণ পাইপ, রাইজার এবং ২টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর জব্দ করা হয়। পুনরায় সংযোগ প্রতিরোধে সংযোগস্থলগুলো সিলগালা করা হয়েছে।

অভিযানের সময় এক অবৈধ গ্যাস সংযোগকারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মো. জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনি এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়