নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন
নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি) নরসিংদীর ড্রীম হলি ডে পার্কে ক্লাব সদস্য এবং তাদের পরিবারের মিলনমেলা আয়োজিত হয়। এই আনন্দ ভ্রমন-২০২৬ অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা তাদের পরিবার নিয়ে অংশ নেন এবং দিনের পরিপূর্ণ আনন্দ উপভোগ করেন।
সকাল ৮টায় শহরের গলাচিপা মোড় থেকে দুই তলা বিআরটিসি বাসযোগে যাত্রা শুরু হয়। বাসে সকালের নাস্তা শেষ করে ১১টায় ড্রীম হলি ডে পার্কে পৌঁছে অতিথিরা পার্কে প্রবেশ করে বিভিন্ন রাইড ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। দুপুরে পুরুষ ও মহিলাদের জন্য মিউজিক চেয়ার খেলার আয়োজন করা হয়। দুপুরের খাবার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যেখানে শিল্পীরা গান পরিবেশন করেন এবং অতিথিরা নাচে মেতে ওঠেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ, যা বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কাজী মোঃ ইসলাম মিয়া। প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ রেজাউল করীম। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপত্বি সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতি এ এস এম এনামূল হক প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মোঃ মোক্তার হোসেন, প্রচার সম্পাদক হাজী মোতালিব, কার্যনিবাহী সদস্য মোঃ আবু রায়হান এবং অন্যান্য সদস্যবৃন্দ।
মিউজিক চেয়ারে পুরুষদের খেলায় ১ম স্থান অর্জন করেন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ২য় মোঃ সেলিম এবং ৩য় মোঃ হুমায়ুন কবীর। মহিলাদের খেলায় ১ম স্থান পান সুমি, ২য় শংগীতা এবং ৩য় মেহেজারিন সুলতানা মম। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী হন সাংবাদিক শহীদুল্লাহ টিটু, দ্বিতীয় হন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং তৃতীয় বিজয়ী হন কার্যনিবাহী সদস্য মোঃ আবু রায়হান।
সংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন কবি মৃতঞ্জয়দ ও রায়হান কবীর। সংগীত পরিবেশন করেন মোঃ হুমায়ুন কবীর, সুষমিতা, সংগীতা এবং তবলার সঙ্গীত পরিবেশন করেন রঞ্জন। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি কাজী মোঃ ইসলাম মিয়া। অনুষ্ঠানের উপস্থাপনা করেন মোঃ মোক্তার হোসেন।





































