ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় আইসিএবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে থানা শাখার সভাপতি মুহাম্মদ আবরারুল করীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ কাউসার আহমাদের সঞ্চালনায় নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্যে সভাপতি মুহাম্মদ আবরারুল করীম বলেন, ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ইসলামী আদর্শের বিকল্প নেই। তিনি ২০২৬ সেশনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ‘দাওয়াত ও সংগ্রামে নবজাগরণ’ সৃষ্টির আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ আবুল হাশিম সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
বক্তব্য শেষে সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মদ আবরারুল করীম, সহ-সভাপতি মুহাম্মদ জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ কাউসার আহমাদ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান শাকিল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ আবিদ হাসান, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরাফাত, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ বায়েজিদ আহমেদ, অর্থ ও কল্যাণ সম্পাদক এইচ এম আবু নাঈম, কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ জাকওয়ান আহমাদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসান, কলেজ সম্পাদক মুহাম্মদ সাকিব, স্কুল সম্পাদক মুহাম্মদ রিফাত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু তারেক, কার্যনির্বাহী সদস্যমুহাম্মদ রিফাত।





































