মাস্টারদা সূর্য সেনের স্মরণে ছাত্র ফ্রন্টের শ্রদ্ধাঞ্জলি
ব্রিটিশবিরোধী আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯৩তম ফাঁসি দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জয় হাসান বলেন, “মাস্টার’দা সূর্য সেন বিশ্বাস করতেন আবেদন-নিবেদন করে স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি সশস্ত্র বিপ্লবকেই মুক্তির একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি একটি শক্তিশালী বিপ্লবী দল গড়ে তুলেছিলেন।”
তিনি আরও বলেন, “আজ যখন দেশ সর্বাত্মক সংকটে নিমজ্জিত- রাজনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয় চারদিকে স্পষ্ট তখন মাস্টার’দার সংগ্রামী স্মৃতি আমাদের নতুন করে অনুপ্রেরণা জোগায়। দেশের জনগণ আজ পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শোষণ-শাসন থেকে মুক্তি চায়। এই লড়াইয়ে মাস্টার’দা সূর্য সেন এক অনন্য প্রেরণা।”
তিনি জানান, এই আদর্শকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আগামীতেও শোষণবিরোধী সংগ্রাম অব্যাহত রাখবে।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































