২৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৮, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৩১, ২৫ ডিসেম্বর ২০২৫

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এবং গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিউ জেনারেশন্স বাংলাদেশ-এনজিবি’র সহযোগিতায় জেলা তথ্য অফিস নারায়ণগঞ্জের আয়োজনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আদমজী নূরে মদিনা মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার তাসিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাহ হোসেন রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।

নিউ জেনারেশন্স বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক জনদর্পনের স্টাফ রিপোর্টার আহসানুল হাবিব সোহাগ, জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উঠান বৈঠকে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটে ভোটারদের সচেতন অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়