২৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৯, ২৮ ডিসেম্বর ২০২৫

ভালো সেন্ট্রাল’র উদ্যোগে নিতাইগঞ্জে খাবার ও খেলনা বিতরণ

ভালো সেন্ট্রাল’র উদ্যোগে নিতাইগঞ্জে খাবার ও খেলনা বিতরণ

নগরীর নিতাইগঞ্জে গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ভালো সেন্ট্রাল। শ্রমজীবী মানুষের জীবিকা, জীবনযাপন ও মৌলিক চাহিদার সংকট লাঘবে কাজ করা এই সংগঠনটি নিতাইগঞ্জ এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার এবং শিশুদের মাঝে খেলনা বিতরণ করেছে। গত শুক্রবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিশুদের নিয়ে কেক কাটা হয়।

কার্যক্রমে সশরীরে উপস্থিত ছিলেন ভালো সেন্ট্রালের স্বত্বাধিকারী শাহারিয়ার রহমান। তিনি নিজ হাতে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেন এবং শিশুদের হাতে খেলনা তুলে দেন। এ সময় তার স্ত্রী-সন্তানসহ সংস্থাটির বাংলাদেশ শাখার মুখপাত্র তাজুল ইসলাম রাজিব, সাইট অপারেশন ম্যানেজার মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো সেন্ট্রালের কর্মকর্তারা জানান, সংস্থাটি সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে। প্রতি আয়োজনে গড়ে ৭০০ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ফলে এক সপ্তাহে প্রায় ২ হাজার ১০০ জন শ্রমজীবী ও দরিদ্র মানুষের হাতে খাবার সহায়তা পৌঁছে যাচ্ছে। নিয়মিত এই কার্যক্রম শ্রমজীবী মানুষের দৈনন্দিন সংকট মোকাবিলায় আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

খাবার বিতরণের পাশাপাশি ভালো সেন্ট্রালের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত। দেশের যেকোনো স্থানে প্রাকৃতিক দুর্যোগ, মানবিক বিপর্যয় বা সামাজিক সংকট দেখা দিলে সংস্থাটি দ্রুত উদ্যোগ নিয়ে সহায়তা পাঠায়। সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি গৃহহীনদের ঘর নির্মাণে সহায়তা করে প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও ভালো সেন্ট্রাল মানবিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে গৃহহীনদের মাঝে খাবার বিতরণ, ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় দ্রব্য পাঠানো এবং আফ্রিকার বিভিন্ন দেশে বিশুদ্ধ পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপন করে বৈশ্বিক মানবিক সহযাত্রী হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করেছে সংগঠনটি।

সর্বশেষ

জনপ্রিয়