০৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২১, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:২২, ৫ ডিসেম্বর ২০২৫

মহিলা পরিষদের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন

মহিলা পরিষদের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বেগম রোকেয়া দিবস কর্মসূচির সমাপনী  উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিক হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি পার্কের মুক্তমঞ্চে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ ও নভেরা’র যৌথ উদ্যোগে ‘নারী সাইকেল রান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী এই কর্মসূচি পালন করেছে। নারায়ণগঞ্জ জেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, “সুলতানার স্বপ্ন” বই নিয়ে পাঠচক্র, রচনা প্রতিযোগিতা, সাইকেল রান, পত্রিকায় লেখা প্রকাশসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। বিকেলের এই অনুষ্ঠান ছিল সেই কর্মসূচির সমাপনী।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, “নারীর সকল ধরনের স্বাধীনতার কথা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছিলেন। তিনি ‘সুলতানার স্বপ্ন’ বইয়ের মাধ্যমে নারী সমাজকে উন্মোচিত করেছেন। আমরা তাঁর অমর স্বপ্নকে পরবর্তী প্রজন্মে প্রতিষ্ঠিত করব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক, গবেষক, প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। বক্তারা বেগম রোকেয়াকে নারী জাগরণ ও নারী শিক্ষার অগ্রদূত হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, “রোকেয়া নারী শিক্ষার প্রসারে জীবনভর কাজ করেছেন এবং নারী অধিকার ও ক্ষমতায়নের জন্য সংগ্রাম করেছেন। তাঁর জন্ম না হলে এই উপমহাদেশে নারী জাগরণ ও সামাজিক উন্নয়ন আরও বিলম্বিত হতো।”

বেগম রোকেয়া ৯ ডিসেম্বর ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশবকাল কাটে পায়রাবন্দে। বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেসা খানম চৌধুরানী তাঁর জীবনে বড় প্রভাব ফেলেছিলেন। তিনি ‘আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম’ প্রতিষ্ঠা করেন এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘পদ্মরাগ’ ও ‘সুলতানার স্বপ্ন’। তিনি ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সাবেক সভাপতি আঞ্জুমন আরা আকসি, শহর কমিটির সাংগঠনিক সম্পাদক নিলা আহমেদ নিশি, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শ্বাশতিপা, জেলা সদস্য ফাহমিদা আযাদ, রাশিদা খাতুন, পল্লবি শাহা, শহর কমিটির সদস্য নুসরাত আহমেদ প্রমুখ।

সাইকেল রানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ফারজানা হোসাইন মৌসুমি, আফরিন আহমেদ হিয়া, নীলিমা মল্লিক, হাফসা আক্তার, খাদিজা আক্তার শিখা, সালমা আক্তার রাত্রি, শাহীনুর আক্তার, অমৃতা সাহা, সামিয়া আলী, তামান্না মেহেরুন, তাসনীম ফারিয়া এশা, অন্তরা সাহা।

রচনা প্রতিযোগিতা ও সাইকেল রানের সেরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা সভাপতি রীনা আহমেদ। অনুষ্ঠানটি উদযাপন করা হয় নারী শিক্ষার উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও বেগম রোকেয়ার জাগরণের লক্ষ্যকে কেন্দ্র করে।

সর্বশেষ

জনপ্রিয়