০৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩২, ৪ ডিসেম্বর ২০২৫

কদমরসুল সেতুর নির্মাণ কাজ উদ্বোধনে বন্দর নাগরিক কমিটির দোয়া

কদমরসুল সেতুর নির্মাণ কাজ উদ্বোধনে বন্দর নাগরিক কমিটির দোয়া

বন্দরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কদমরসুল সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। সেতুর কাজ শুরু হওয়ায় এলাকাজুড়ে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের অনুভূতি। এ উপলক্ষে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির (বন্দর শাখা) পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর উপজেলার শহীদ সোহরাওয়ার্দী ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নগরিক কমিটির নেতৃবৃন্দ জানান, কদম রসুল সেতুর কাজ শুরু হওয়া বন্দরবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণের এক বড় পদক্ষেপ। সেতুটি চালু হলে যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে।

সর্বশেষ

জনপ্রিয়