২৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০১, ২৪ নভেম্বর ২০২৫

বন্দরে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বন্দরে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এমএ রশিদের ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৪ নভেম্বর) সকালে সোনাচড়া এলাকার অভিযুক্ত মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত পারভেজ (৩০) সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিয়ার বাসায় ভাড়া থাকতেন।  

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চোর আখ্যা দিয়ে শনিবার ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত পারভেজ নামে যুবককে আটক করে মারধর করে মেসবাহউদ্দিন ও তার দুই ছেলে।  সকাল ৭টার দিকে পারভেজের মৃত্যু হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। 

পুলিশ মেসবাহউদ্দিনের বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পাঠায়। 

নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, পারভেজ চোর না, সে নির্মাণ শ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরি করার আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানান। 

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, "ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।  অন্যদিকে নিহতের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ৫টি মাদক ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। আসল ঘটনা উদ্ধারে আমরা অনুসন্ধান করছি।"

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়