০২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৬, ১ নভেম্বর ২০২৫

জামায়াতের উদ্যোগে মশক নিধন কর্মসূচি

জামায়াতের উদ্যোগে মশক নিধন কর্মসূচি

মশা বাহিত রোগ প্রতিরোধ ও জনস্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শনিবার (১ নভেম্বর) বিকেলে উত্তর থানার ৭নং ওয়ার্ড ফতুল্লায় এক মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। তিনি বলেন, জনসাধারণের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে এমন জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা স্লোগান দেন, “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।”

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ, ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম, ফরহাদ এবং অন্যান্য উত্তর থানা নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়