০২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৫, ১ নভেম্বর ২০২৫

মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা বাস্তবায়নে খানপুরে গণসংযোগ

মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা বাস্তবায়নে খানপুরে গণসংযোগ

রাষ্ট্র ব্যবস্থা মেরামত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে ‘খানপুর পোলস্টার ক্লাব’ ও খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এ কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে খানপুর পোলস্টার ক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা মাসুদ ভাইয়ের পক্ষ থেকে মানুষের কাছে যাচ্ছি। মানুষের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করছি।”

তিনি আরও বলেন, “মাসুদ ভাই অতীতেও এবং বর্তমানেও সব সময় মানুষের পাশে ছিলেন। শুধু নির্বাচনের সময় নয়, বিগত ২৫ বছর ধরে মানবিক প্রয়োজনে তিনি মানুষের সঙ্গে আছেন। আমরা বিশ্বাস করি, বিএনপির হাইকমান্ড জনগণের প্রত্যাশা বুঝে সঠিক সিদ্ধান্ত নেবে এবং মাসুদ ভাইকেই মনোনয়ন দেবে।”

এ সময় উপস্থিত ছিলেন খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, খানপুর পোলস্টার ক্লাবের সভাপতি এস এম বাতেন, সহসভাপতি মো. শাহিন, মো. কামরুজ্জামান, টিপু সুলতান, মো. মন্টু, মাসুম কবির, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাসান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়