‘চার শহীদের খুনিদের বিচার না হওয়া হতাশাজনক’

২০০২ সালের ১৫ আগস্ট মালিবাগ বাইতুল আজিম শহিদি মসজিদ রক্ষার আন্দোলনে শহীদ চারজন তাওহীদী জনতাকে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা সভাপতি সাইদুল ইসলাম সিয়াম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদ।
সভাপতির বক্তব্যে সাইদুল ইসলাম সিয়াম বলেন, ২০০২ সালের ওই দিনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের প্রশাসন মসজিদকে অবৈধভাবে মার্কেটে রূপান্তরের প্রতিবাদে জড়ো হওয়া তাওহীদী জনতার ওপর গুলি চালিয়ে চারজনকে শহীদ করে এবং অর্ধশতাধিক মানুষকে আহত করে। শহীদদের মধ্যে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী হাফেজ আবুল বাশার ও সদস্য রেজাউল করীম ঢালী। কিন্তু দীর্ঘ ২৩ বছরেও ঘটনার বিচার হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তিনি খুনি ও হুকুমদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক তাশফি মাহমুদ সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, দাওয়াহ সম্পাদক রায়হান ইসলাম রানা প্রমুখ।